বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

প্রমথ চৌধুরী বলে ছিলেন,”বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে”  চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা আসলেই চিন্তা করার মত। সত্য বলতে কি বাংলা ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ৭০ ভাগই নূন্যতম মিল নেই!!

যেমন টা ধরেন-
মুরগী কে চট্টগ্রামের ভাষায় বলে “কুরো”…
মোরগ কে বলে ” লাতা কুরো”..
শালিক পাকি কে বলে “দেচ্ছো”..
তেলাপোকা কে বলে “তেইল্লেচুরা”
কাক কে ” হাউওয়ো”
টয়লেট কে “টাট্টি”
খারাপ মানুষ কে ” জারগো”
মাউলানা কে ” মুলিছাফ”
পেয়ারা কে “গুয়াছি”
শিমের বিচি কে “হাইস্যে”
সমুদ্র কে “দইজ্জে”
কলসি কে “ঠিল্লে”
হঠাৎ কে “আতিক্কে”
পিচ্ছিল কে “বিরবিজ্জে”
ইত্যাদি ইত্যাদি…।

আর চট্টগ্রামের ভাষায় এমন কিছু এপিক
এক্সপ্রেশন আছে যা শুধু বাংলা কেন! পৃথিবীর
কোন ভাষায় অনুবাদ করা যাবেনা।

যেমন ধরুন :
অবাইজ্জেহুদা!!
আত্তামারেবাপ!!!
মাইল্লেপিরে!!!
অবাজিরে!!
উম্মারেম্মা।
এরকম আরো শত শত এক্সপ্রেশন।

তাছাড়া চটগ্রামের প্রবাদ গুলোও
পুরোপুরি ভিন্ন। যেমন:-

★ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেঁডারলাই গিলিত ন পারির।
বাংলা অনুবাদ : স্বাদের জন্য
ছাড়তে পারছি না, কাঁটার জন্য
গিলতে পারছি না।

“পুঁদত নাই তেনা মিডে দি ভাত হানা”
অনুবাদ : গায়ে নেই জামা মিঠায় দিয়ে ভাত খাওয়া।

যা কোনো ভাষায় অনুবাদ করা যায় না
“চেরেত গরি পরি গেইয়ে”

চিটাইংগে ছোটবেলার খেলা

“ইচকিম ইচকিম হাইমর দাঁরা
হাইম গেইয়ে রাজার বারা
রাজার বউয়ের বাইট্টে চুল
টাইনতে টাইনতে লাম্বা চুল
লাম্বা চুলেত্তলে
দুওয়ো বাত্তি জ্বলে
সোনার আত হাডি দিলাম
কেঁচেঁত”

আরো আছে
বাংলাদেশের জাতীয় খেলার চিটাইংগে ভার্ষন

১/”হা ডু ডু লক্কন
তুরে মাইত্তে হতক্কন”।

২/”তুব্বোইন শরত
টিব্বাত্তি বরত”।

মানুষ এই ভাষা কে কঠিন,কুৎসিত, যে
যাই বলুক না কেন,এটাই আমাদের মায়ের ভাষা। এ ভাষা শিখতে সবাই পাড়ে না। যুগের পর যুগ মানুষ “এ ভাষা” চট্টগ্রামে থেকেও আয়ত্ত করতে পারেনা।
এ ভাষা জন্ম থেকে আয়ত্ত করতে হয়।।

#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল।

“দরহার অইলে এই ভাষারে বাচাইবাল্লাই আঁরা আবার ভাষা আন্দোলন গইজ্জুম”।

” চিটাইংগে মরতপুয়া/মাইয়েপুয়া অক্কল আঁরাতো আঁরাই আঁরাই সেরা”।

লেখক:-চট্রগ্রামের

Comments