খুতবার সময় তাসবিহ পড়া যাবে কি? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৮ প্রশ্ন : খুতবা চলাকালীন অবস্থায় তসবিহ পড়া যাবে কি? উত্তর : খুতবা চলাকালীন অবস্থায় তাসবিহ পড়া যাবে না। এসময় খুতবা শোনা ও খুতবায় মনোযোগ দেওয়াটাই সবচেয়ে বড় কাজ । খুতবা শোনা হলো ওয়াজিব । সুতরাং, তাসবিহ বলতে- ‘সুবহান আল্লাহ’, ‘সুবহান আল্লাহ’ বা অন্য কোনো জিকির করা যাবে না। তাসবিহ এবং জিকিরের মধ্যে আমরা পার্থক্য বুঝি না। তাসবিহর মধ্যে আল্লাহ তা্আলার প্রশংসার যে দিকগুলো রয়েছে সেগুলোকে বোঝায়। তাসবিহ এবং জিকির কোনোটাই খুতবা চলাকালীন অবস্থায় করা জায়েজ নেই। বরং খুতবায় মনোযোগ দিতে হবে, খুতবা শুনতে হবে। আর খুতবা শোনা ও মনোযোগ দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। কারণ কুরআনের মধ্যেই এসেছে এই জিকিরের কথা। আল্লাহ তা্আলা বলেছেন, ‘আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও।’ সুতরাং খুতবাও একটি গুরুত্বপূর্ণ জিকির। তাই আপনি নিজেকে ব্যস্ত করুন একটি কাজে অর্থাৎ খুতবা শোনা । একসঙ্গে দুই-তিনটি কাজে ব্যস্ত থাকলে কোনোটাই আপনি ঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। তাই সব বাদ দিয়ে খুতবায় মন দিতে হবে। এসআরবিএম Comments SHARES ইসলাম বিষয়: ওয়াজিবকুরআনেরখুতবাজিকিরেরতাসবিহসুবহান আল্লাহ