সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯ চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে ছবিটি তুলেছেন ইমরান হোসাইন একুশ সংবাদ: সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত উদযাপন হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারাাদেশের মসজিদগুলোতে এ উপলক্ষ্যে দোয়া-মাহফিলের আয়োজন ও বিশেষ মর্যাদাগত রাত্র হিসেবে মুসুল্লিদের ব্যপক সমাগম হয়। শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রটির নাম শবে বরাত। শবে বরাত বা ﺷﺐ ﺑﺮﺍﺀﺓ শব্দ দুটি ফার্সি আরবীতে এর নির্দিষ্ট প্রতিশব্দ নেই তবে সময় নিদ্রিষ্ট। হাদীস শরীফে বর্ণিত ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎن দ্বারা যেই রাত্রি উদ্দেশ্য শবে বরাত দ্বারাও সেই একই রাত্রি উদ্দেশ্য। ﺷﺐ শব্দের অর্থ রাত বা রজনী ﺑﺮﺍﺀﺓ শব্দের অর্থ নাজাত বা মুক্তি। অপরদিকে হাদীসে বর্ণিত হয়েছে যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎن এর রাত্রিতে গোনাহগার বান্দাদেরকে নাজাত বা মুক্তি দেন। এজন্যই এই রাত্রিকে নাজাতের রাত্রি বা শবে বরাত বলা হয়। সারা বিশ্বের মুসলমানরা এ দিনটিতে সারারাত ইবাদাত বন্দেগিতে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলার দরবারে কান্না-কাটি ও রোনাজারি করে কৃতকর্মের ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করে মুসুল্লিরা। এদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা হাদিসে বর্ণিত হয়েছে। রাজধানীর বাইতুল মোকারমে এদিন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ধর্মী আলোচকগণ মুসুল্লিদের উদ্দেশ্যে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়ারাও রাজধানীর বিভিন্ন মসজিদে এদিন বিশেষ আয়োজন করা হয়েছে। /আরএ Comments SHARES ইসলাম বিষয়: