মানুষকে ভালোবেসে কল্যাণের চিন্তা-ই মানবতন্ত্র

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৯

অনিক সিকদার: মানুষকে ভালবেসে তার কল্যাণ চিন্তা করাটাই মানবতন্ত্র, এমনই একটি বাণী বুকে ধারণ করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘মানবতার মাতৃসদন’ নামক একটি সামাজিক সংগঠন।

রক্তের অভাবে বাংলাদেশে অনেকের জীবন নষ্ট হয়। রক্তের অভাবে যাতে কোন ভাই-বোন,বাবা-মায়ের জীবন না যায় তার জন্য নিরলস কাজ করে যাচ্ছেকাজ করে যাচ্ছেন সংগঠনটির ১০০ জন স্বেচ্ছাসেবক।

শুধু তাই নয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাতে ক্যাম্পিং করে সম্পূর্ণ বিনা পয়সায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডেন্টাল চেকআপ,ডায়াবেটিক নির্ণয়, গরীব অসহায় পথশিশুদের মাঝে পোষাক বিতরন,অসহায় পরিবারের সন্তানদের পড়ালেখার জন্য আর্থিক সাহায্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছে।

উপজেলাতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সংগঠনটি।প্রায় প্রতিদিনই মুমূর্ষ রোগীদের বিনা পয়সায় রক্তদান করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

‘টাকার বিনিময়ে রক্ত নয়, স্বেছায় রক্তদানেই মানবতার জয়’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ২০১৮ সালে মো: শফিকুল ইসলামসহ কিছু তরুণ শুরু করে মানবতার মাতৃসদন নামক সামাজিক সংগঠনটি।

এব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা মো: শফিকুল ইসলাম জানান,আমি অনেক ছোট থেকেই আমার নানীর সেবা শুশ্রূষা করতাম।সেখান থেকেই মূলত আমি অনুপ্রাণিত হই মানুষের বিপদ মুহুর্তে পাশে দাঁড়ানোর।

তিনি জানান, মানুষকে ভালোবেসে তার কল্যান চিন্তা করাটাই মানবতন্ত্র।আমরা প্রায় ১০০ জন কর্মীর দ্বারা নিরলস ভাবে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কর্মসূচি চালিয়ে আসছি। ইতিমধ্যে ব্যপার সারা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে।

আমরা বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে থাকি, মোট ২৩০০ জনকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও ৭০ জনকে রক্ত দেয়া হয়েছে। এছাড়া পথশিশুদের মাঝে পোশাক বিতরণ,অসহায় পরিবারের সন্তানদের মাঝে বিনামূল্য শিক্ষা উপকরণ প্রদান, ফ্রি ডেন্টাল চেকআপ,,ডায়াবেটিক চেকআপ সেবা প্রদান করেছি।

এছাড়া ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছিল এক ব্যতিক্রম আয়োজন। এদিন ২০০ জনকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়,৩০ জনের ডায়াবেটিক চেকআপ,১৫ জন দুস্থদের শিক্ষা উপকরন বিতরণ ও ফ্রি ডেন্টাল চেকআপ।

আমাদের বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুম রেজা স্যারের কাছ থেকে ব্যপক উদ্দীপনা পেয়েছি।তারা সকল সময় যে কোন প্রয়োজনে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

শরিফুল বলেন, আমি এবং ২ বন্ধু মিলে সংঠনটির অর্থনৈতিক ভার বহন করে আসছি। কোন প্রতিষ্ঠান যদি আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতো তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেবার বিস্তৃতি ঘটাতে পারতাম। সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের প্রদত্ত উৎসাহই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

এফএফ

Comments