পল্লী বিদ্যুৎ সমিতির নিকট মুহাম্মদ নোমান ছিদ্দীকীর”অনুরোধ” নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮ পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জানাচ্ছি যে- বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এবং মধ্যরাত ২ টা থেকে ভোর ৬ পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং না করার জন্য অনুরোধ করছি, (প্রাকৃতিক দুর্যোগ ছাড়া)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত বিদ্যুৎ উৎপাদন প্রায় ১০০ ভাগ হয়েছে। সেই হিসেবে লোডশেডিং প্রশ্নই আসে না। ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ ১১ মাস পর ১ মাস পবিত্র মাহে রমজান পালন করে। সারাদিন সিয়াম সাধনার পর বিকাল ৩ টা থেকে ইফতারী তৈরী করে নির্ধারিত সময়ে ইফতার করার জন্য প্রস্তুতি নেয়। আবার ইফতার শেষে রাত ৮ টা থেকে তারাবির নামাজের জন্য প্রস্তুতি নেয়। নামাজ শেষে কেউ নিদ্রায় যান, আবার সেহরি খাওয়ার জন্য মধ্যরাতে জেগে ওঠেন। কেউ রাত জেগে নফল ইবাদত করেন, রাত ১:৩০ মিনিট থেকে থেকে রান্না- বান্না শুরু করেন। পরে সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নেন। সবাই নির্ধারিত সময়ের মধ্যে সেহরি শেষ করে ফজরের নামাজে চলে যান। নামাজ শেষে সবাই নিদ্রা দিতে যান। অতএব, এই সময়টিতে লোডশেডিং না করার জন্য অনুরোধ করছি- বিশেষ করে সেই সময় টুকু ধর্ম প্রাণ মুসলমানদের জন্য খুব প্রয়োজন Comments SHARES পাঠক প্রতিক্রিয়া বিষয়: পল্লী বিদ্যুৎ সমিতির নিকট মুহাম্মদ নোমান ছিদ্দীকীর"অনুরোধ"