বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে চায় আফগানিস্তান

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

সিনিয়র রিপোর্টার: আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য জোরদার করার প্রত্যাশা জানিয়ে ওষুধ আমদানির ইচ্ছা প্রকাশ করেছেন।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফগান দূত। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের ওষুধের মান ভালো। নতুন রাষ্ট্রদূত বলেছেন, তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চান।

আফগানিস্তানের রাষ্ট্রদূত মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন তিনি।

রপ্তানিতে বাংলাদেশের উদীয়মান খাত হিসেবে ওষুধ শিল্প আলোচনায় রয়েছে। দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের প্রায় ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ।

পাশাপাশি কাবুলে বাংলাদেশের দূতাবাস পুরনায় চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মালিকজাদ।

/আইকে

Comments