খুলনায় বাসের ধাক্কায় মনিরা নামে এক নারী নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় বাসের ধাক্কায় মনিরা বেগম (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা শিরোমনি পূর্ব পাড়া এলাকার খান নোয়াব আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মনিরা বেগম গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনিরা বেগমের। এ ঘটনায় ক্ষিপ্ত জনতা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা খুলনা থেকে যশোরের দিকে যাওয়া সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭০৫) আটক করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস মনিরা বেগমকে ধাক্কা দেয়। পরে তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। Comments SHARES সারাদেশ বিষয়: