ভালোবাসার সম্পর্ক হবে শুধু মুমিনের সাথে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯ মাওলানা ইমরান হোসাইন যদি কোন ব্যাক্তি মুমিন হয় তাহলে তখন তার সাথে ভালোবাসার সম্পর্ক হবে। শরীয়তের বিধানঅনুযায়ী প্রত্যেক মুমিন- কাফেরের সাথে ব্যাবসা বাণিজ্য করতে পারবে, লেনদেন করতে পারবে, কিন্তু ভালোবাসার সম্পর্ক রাখতে পারবে না। কেননা যার সাথে ভালোবাসা হয় তার সাথে কিন্তু মনের কথা শেয়ার করা হয়। শরীয়ত বলে, নৈকট্যের বৃত্তে তোমরা শুধু ঈমানদারদের রাখো। কাফেরকে যদি নৈকট্যের আসন দাও- তা হলে তুমিও কাফের হয়ে যাবে। হাদীসে বলা হয়েছে চার প্রকার লোকের বন্ধুত্ব থেকে বেঁচে থাকো। কাফের জালেম ফাসেক বেদাআতি আর বতর্মান জামানায় দেখা যায় ভালোবাসার নামে যুবক-যুবতীর অবাধ মেলামেশা। বিবাবহির্ভূত অবৈধ ভালোবাসা যেটা শরিয়াতে সম্পুর্ণ রুপে হারাম করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদেরকে এসমস্ত ভালোবাসা নামক পাপাচার থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তায়ালার উপর ভালোবাসা তৈরি করে দিন। /আরএ Comments SHARES ইসলাম বিষয়: