স্বয়ংক্রিয়ভাবে লোকেশন অ্যাক্টিভিটি ডিলিট করতে গুগলের নতুন ফিচার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

প্রযুক্তি ডেস্ক: অ্যাক্টিভিটি এবং লোকেশন হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করতে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। গুগলের প্রোডাক্ট ম্যানেজার মারলো ম্যাকগ্রিফ এবং ডেভিড মনিস বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, গুগল অ্যাকাউন্টে আপনি ইতিমধ্যে অন/অফ ব্যবহার করে লোকেশন হিস্ট্রি এবং ওয়েব-অ্যাপ অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করছেন। ম্যানুয়েলি ডিলিটও করা যায়। কিন্তু এখন আমরা অটো-ডিলিট ফিচার আনছি। এর ফলে আপনার ডেটা ম্যানেজ করা আরও সহজ হবে।

কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি চালু হওয়ার কথা রয়েছে বলেও তারা জানান। সম্প্রতি একপি ব্লগে তারা এ তথ্য জানিয়েছেন।

গুগল জানায়, নতুন ফিচারে ব্যবহারকারীরা কতদিনের অ্যাক্টিভিটি রাখবেন, সেটি নিজে নির্বাচন করতে পারবেন। শেষ তিন অথবা আট মাসের অপশন থাকবে। এর বাইরের সব অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হতে থাকবে।

ব্যবহারকারীর নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করতে নতুন এই ফিচার আনা হচ্ছে জানিয়ে গুগল বলছে, ‘আমরা আপনার তথ্য সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছি। ব্যবহারকারীর চাহিদা থেকেই নতুন এই ডিলিট অপশন চালু হচ্ছে’।

/আরএ

Comments