কাঁচা মরিচের উপকার শুনে আপনিও হয়ে উঠতে পারেন ঝাল খোর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯ একুশে ডেস্ক: কাঁচা মরিচ সবসময় হাতের নাগালে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে পছন্দ করেন না। অনেকে আবার ঝালের কারণে খেতে পারেন না। কিন্তু কাঁচা মরিচে আছে অনেক গুণ। যা শুনে আপনি আবার হয়ে উঠতে পারেন ঝাল খোর। ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মেদবহুল মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর হতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচা মরিচ থাকলে আপনি সহজেই বেশ কিছু শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন। ১. কাঁচা মরিচে আছে ভিটামিন-এ। এই ভিটামিন হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। ২. কাঁচা মরিচ ছেলেদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। ৩. প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায় কাঁচা মরিচ থেকে।যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাড়ি ও চুলের সুরক্ষা দেয়। ৪। মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায় নিয়মিত কাঁচা মরিচ খেলে। ৫. এটি খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। ৬. ক্যালোরি বার্ন করে অতিরিক্ত মেদ কমায়। ৭. রক্তের কোলেস্টেরল কমায়। ৮. কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্ক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে। ৯. আমাদের মস্তিষ্কে এনড্রোফিন নামক হরমোনের নিঃসরণ ঘটে কাঁচামরিচ খেলে, যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখে। এফএফ Comments SHARES লাইফস্টাইল বিষয়: