যশোরে বিসিএস ডিজিটাল এক্সেপো মেলার ৪র্থ দিনে উপচে পড়া ভিড় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯ শান্ত দেবনাথঃ বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) এর উদ্যেগে যশোরে চলছে ‘ডিজিটাল এক্সেপো-২০১৯’। ০৬ মার্চ উদ্বোধন হওয়া এই ডিজিটাল মেলায় রয়েছে তথ্যপ্রযুক্তি পণ্যের জমকালো প্রদর্শনী। যশোর সিটির পৌর কমিউনিটি সেন্টারের ভবনে আয়োজিত এই মেলায় আগত দর্শনার্থীদের চাপে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়। পাঁচদিন ব্যাপী চলা এই মেলার প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে। আজ ০৯ মার্চ ডিজিটাল এক্সপো’র চতুর্থ দিন। আগামীকাল রবিবার মেলা শেষ হবে। মেলার শেষ আকর্ষণ হিসেবে থাকছে বিক্রিত প্রবেশ টিকেটের উপর র্যাফেল ড্র। র্যাফেল ড্র’তে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ডিজিটাল মেলায় ঘরকন্নার দৈনন্দিন ইলেক্ট্রিক তৈজসপত্রসহ কম্পিউটার প্রযুক্তিসহ রয়েছে প্রযুক্তি বিশ্বের নানা উদ্ভাবনের প্রদর্শনী। এছাড়া সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীতে বিশেষ ছাড় ও উপহারসহ কেনাকাটা করা যাচ্ছে পছন্দের তথ্যপযুক্তি পণ্য। নতুন প্রযুক্তি, কলাকৌশল, প্রযুক্তিপণ্য ও সেবা এবং তা নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগও রয়েছে। সরেজমিনে দেখা গেছে, মেলায় দেশী বিদেশী লেপটপ,পিসি ও বিভিন্ন ধরনের আইটি সামগ্রী আকর্ষণীয় ছাড়ে বিক্রয় করা হচ্ছে। মেলার ২১,২২ নং স্টলের অর্পানেট কম্পিউটারের ম্যানেজার জুয়েল রানা জানান, Asus, Lenovo, Hp সহ বিভিন্ন ধরনের কম্পিউটারের উপর আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে। প্রতিটি ব্রান্ডের কম্পিউটার ক্রয় করলে আকর্ষণীয় উপহার রয়েছে। তিনি বলেন, মেলার শেষ দিনে বেচেকেনা আরও বেশী হবে বলে এমনটা ধারণা রয়েছে। মেলায় ওয়াই ফাই-এর মাধ্যমে ইন্টারনেট ফ্রি ব্যবহারের সুযোগ থাকছে দর্শনার্থীদের। তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী কয়েকটি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এতে থাকছে ৫৫ টি স্টল এবং ৮টি প্যাভিলিয়ন। Comments SHARES বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: