‘ঝিনাইগাতী যুব ফোরাম’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

ঢাকায় অবস্থানরত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত “ঝিনাইগাতী যুব ফোরাম” একটি অরাজেনৈতিক, সামাজিক ও কল্যাণমূলক সংগঠন। ২১ মার্চ (শুক্রবার) রাজধানীর জেমকন বিজনেস সেন্টারে সংগঠনটির সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাশেদ বিন রাজ্জাক লোচন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

এ সাধারণ সভায় অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) কে সভাপতি, মোঃ রেজাউল ইসলাম রেজুকে নির্বাহী সভাপতি, রাশেদ বিন রাজ্জাক লোচনকে সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম আকাশকে অর্থ সম্পাদক, সুলতান মাসুদুজ্জামানকে সমন্বয়ক, খালিদ রহমান খুশবুকে দপ্তর সম্পাদক এবং মোঃ মাসুমকে প্রচার সম্পাদক করা হয় এবং পরবর্তীতে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় মাওলানা জহুরুল ইসলাম আব্দুল, রাকিব, মোক্তাদির আল মতি (রিফাত), মো. এরশাদ, মোঃ শাহাদাত হোসাইন, জীবন মিয়া, শাহাদাত হোসেন শাকিল, মো. আনিসুর রহমান, সাকিবুল ইসলাম সজীবসহ ঢাকায় অবস্থানরত ঝিনাইগাতীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফোরামের সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, “ঝিনাইগাতী শুধু একটি ভূগোলিক এলাকা নয়, এটি আমাদের শিকড়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এলাকাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো। আমাদের লক্ষ্য শুধু ঢাকায় অবস্থানরত ঝিনাইগাতীবাসীদের মধ্যে সম্পর্ক বজায় রাখা নয়, বরং গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা এবং সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। ঝিনাইগাতীর যুব সমাজ যদি একত্রিত হয়ে সমাজ উন্নয়নে কাজ করে, তাহলে একদিন এটি দেশের রোল মডেল হিসেবে গড়ে উঠবে।”

ফোরামের নির্বাহী সভাপতি বলেন, ” ঝিনাইগাতী একটি সম্ভাবনাময় উপজেলা হলেও অনেক ক্ষেত্রেই এটি অন্যান্য উপজেলার চেয়ে পিছিয়ে রয়েছে । আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো, ঝিনাইগাতীবাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখা। একটি সমাজের পরিবর্তন তখনই সম্ভব যখন তার যুবসমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করে। ঝিনাইগাতী যুব ফোরাম সে লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।”

ফোরামের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের সংগঠন শুধু একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবারের মতো। ঝিনাইগাতীর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে যাতে তারা সমাজসেবায় এগিয়ে আসে।”

সভায় উপস্থিত সদস্যরা আরও বেশি সামাজিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ফোরামের পক্ষ থেকে ভবিষ্যতে ঝিনাইগাতীতে বিভিন্ন সামাজিক উদ্যোগ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, দরিদ্রদের সহায়তা, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনার কথা জানানো হয়।

Comments