প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মৎস ঘেরের মালিক নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩ ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় সমারেশ মণ্ডল (৪০) নামে এক মৎস্য ঘের মালিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিজের ঘেরে অপ্রয়োজনীয় পানি দিতে নিষেধ করায় এ হামলা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার দত্তগাতি গ্রামে। ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও গত দু’দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দত্তগাতি গ্রামের সমারেশ মন্ডলের মৎস্য ঘেরে অপ্রয়োজনীয় পানি ছাড়ে চিন্ময় বাছাড় ও তন্ময় বাছাড়। সমারেশ মণ্ডল তাতে বাধা দেয়। নিজের ঘেরে পানি দিতে নিষেধ করেন সমারেশ। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে মৎস্য ঘেরে যাওয়ার সময় সমারেশকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সমারেশ মণ্ডলের স্ত্রী আলো মণ্ডল ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে তিনি অভিযোগ করছেন পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। Comments SHARES সারাদেশ বিষয়: ডুমুরিয়াপ্রতিপক্ষের হামলা