জেনে নিন, যে কারণে ঝুঁকিতে ১০ লাখ কম্পিউটার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

ডেস্ক: মাইক্রোসফট সতর্ক করে বলেছে, এখনো বিশ্বজুড়ে ১০ লাখের মতো কম্পিউটার ২০১৭ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ওয়ানাক্রাই ম্যালওয়্যারের মতো আক্রমণের ঝুঁকিতে রয়েছে। ওই সময় ওয়ানাক্রাই আক্রমণে কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়েন উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজের রিমোট ডেস্কটপ সার্ভিসে ওয়ার্ম ছড়ানোর মতো নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়তে পারে। এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ‘ব্লুকিপ’ ম্যালওয়্যার আক্রমণ চালাতে পারে সাইবার দুর্বৃত্তরা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, সাইবার আক্রমণ ঠেকাতে দ্রুত সিস্টেম হালনাগাদ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট সিকিউরিটি রিসার্চ সেন্টারের কর্মকর্তা সিমন পোপ নিরাপত্তা ত্রুটির থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে মাইক্রোসফটের পক্ষ নিরাপত্তা প্যাচ হালনাগাদ করা হয়েছে। তবে তারপরও ঝুঁকি থেকে গেছে বলে স্বীকার করেন পোপ। তাঁর পরামর্শ, যেসব সিস্টেম আক্রান্ত তারা দ্রুত সিস্টেম হালনাগাদ করে ফেলুন।

মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিতে থাকা পিসির বেশির ভাগেই করপোরেট পিসি। এসব পিসির অপারেটিং সিস্টেমে আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। সিস্টেমে বিশেষ কোড ঢুকিয়ে কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। ইন্টারনেটে বসে দূরে থেকেই নিরাপত্তা ত্রুটি কাজে লাগাতে পারে তারা।

উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এ বাগ বা নিরাপত্তা ত্রুটি নেই।

এএ/

Comments