শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাহফিল

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

ডেস্ক: আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ ঐতিহাসিক চরমোনাইয়ের বাঃসরিক মাহফিল। শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ মাহফিলের সমাপ্তি হয়।

শনিবার সকাল ১০টায় চরমেনাই এর পীর আমিরুল মুজাহিদীন মুফতী সৈয়দ রেজাউল করীম আখেরী মুনাজাত পরিচালনা করেন। এর আগে ফজরের পর তিনি সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মুসুল্লিদের উদ্দেশ্যে আখেরী বয়ান পেশ করেন।

আখেরী বয়ানের পর বিভিন্ন আনুষ্টানিকতা শেষে সকাল ১০ টায় তিনি আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলে আগত মুসল্লিদের বিদায় জানানো হয়।

এর আগে বুধবার ২০ ফেব্রুয়ারি বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাই এর তিন দিনব্যাপী ফাল্গুনের এ মাহফিল শুরু হয়। মাহফিল শুরুর আগেই সারাদেশ থেকে আগত মুসুল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে চরমোনাই দরবার।

প্রথম দিনেই প্রায় ১৫০ থেকে ১৭০ একর বিশাল আয়তনের ৫টি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রথম দিনেই প্রায় ৮০-৯০ লক্ষাধিক লোকের সমাগম হয় বলে জানা যায়।

শুক্রবার মাহফিলের শেষ দিন হলেও বরাবরের মতো শনিবার সকালে আখেরী বয়ান ও মুনাজাতের পর মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আখেরী মুনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের উদ্দেশ্যে দোয়া করা হয়।

/আরএ

Comments