চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় মঙ্গলবার রাতে ধানবোঝাই ভটভটি উল্টে ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের রাজ্জাকের ছেলে শহিদুল, আব্দুল মান্নানের ছেলে রাকিব আলী ও মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাকৈল এলাকা থেকে ধান কেটে ফিরছিলেন শ্রমিকেরা। রাত ৯টার দিকে গোমস্তাপুরের পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। দ্রুত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- ধোবড়া গ্রামের মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম। এসকে/ Comments SHARES সারাদেশ বিষয়: চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই