পার্থক্যই নেই ১৮৯৫ ও ২০১৯ এর ক্যালেন্ডারের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার। ২০১৯ সালের ক্যালেন্ডার একদমই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে। প্রায় ১২৪ বছর পর দুটি ক্যালেন্ডার একেবারেই হুবহু এক। এই সাদৃশ্য চমকে দিচ্ছে সবাইকে। ইতিহাসের পুনরাবৃত্তি এভাবেই হয়ে থাকে। কাকতালীয় মনে হলেও বিষয়টি চমকিত করছে সবাইকে। পুরনো শতাব্দীর প্রাচীন ক্যালেন্ডার হুবহু মিলে চলতি বছরের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাওয়াটা বিস্ময়করই। এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় যে, এবারই প্রথম নয়। দেখা গেছে গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে। এই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনও বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে। তেমনই একটি বছর হল ২০১৯। এটাকে ‘যমজ’ বা ‘অনুরূপ’ বছরও বলা হয়। কোনো পার্থক্যই নেই ১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ এর ক্যালেন্ডারের। দু’টি ক্যালেন্ডারেই বছর শুরু হয়েছে মঙ্গলবারে। /সিএইচ Comments SHARES লাইফস্টাইল বিষয়: