‘খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে নাঈমকে শিখিয়ে দেয়া হয়েছিলো’ (ভিডিও) নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯ ডেস্ক: গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ছোট একটি শিশুর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক দুই তিন করে হাজার হাজার ফেসবুক প্রোফাইল হতে থাকে থাকে সেই ছবি। অগ্নিকাণ্ডের পর হাজারো উৎসুক জনতা যখন আগুনের বিভৎসা দেখছিলো, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিভানোর কাজ করছিলো ঠিক সেই সময়ে ছোট্ট এই শিশুটি ফায়ার সার্ভিসের পানি ছিটানোর একটি পাইপের ফুটোতে পলিথিন দিয়ে পানি বেরিয়ে যাওয়া আটকানোর চেষ্টা করছিলো। সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে রাতারাতি তারক বনে যায় কড়াইল বস্তির ছোট্ট শিশু নাঈম। তার সাথে কথা বলতে হাজির বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও গণমাধ্যম। এরইমধ্যে নাঈমের সাক্ষাতকার নেন আলোচিত-সমালোচিত টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এ সময় নাঈমের সঙ্গে ছিলেন তার বাবা ও মা। অগ্নিকাণ্ডের সময় নাঈমের সেই অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে তাকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওমর ফারুক সামি নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি । পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেয়ার কথাও জানান ওই প্রবাসী। শাহরিয়ার নাজিম জয়- নাঈমকে প্রশ্ন করেন, পুরস্কারের সেই টাকাগুলো সে নেবে কিনা? এবং নিলেও সেই টাকা কিসে খরচ করবে? জবাবে নাঈম জানায়, সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিবে। ছেলের এ জবাবে তার মা-বাবাও অনাপত্তি জানায়। এরপর টাকাগুলো এতিমখানায় কেন দিতে চায় এমন প্রশ্ন করেন জয়। উত্তরে নাইম জানায়, কয়েক বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে। তাই এই টাকা সে এতিমদের দিতে চায়। শাহরিয়ার নাজিম জয়ের এই সাক্ষাত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হতে থেকে। শুরু হয় তুমুল সামলোচনা। সমালোচকরা প্রশ্নবাণে জর্জরিত করেন এই উপস্থাপককে। অনেকেই অভিযোগ করেন শিশু নাঈমকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। শিশু নাঈমকে জয়ের এ ধরনের প্রশ্ন করাটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে ফেসবুকে সমালোচনা ঝড় বইতে থাকে। নেটিজেনরা বলছেন, ওই শিশুটি নিজ থেকে এসব কথা বলেনি। উপস্থাপক জয় শিশু নাঈমকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন। অনুষ্ঠানে শিশুটির কথা বলার ধরনেই তা স্পষ্ট। এরই মধ্যে গুঞ্জন শোনা যায় নাঈমকে সাহায্য দানের প্রতিশ্রুতি দেয়া সেই যুক্তরাষ্ট্র প্রবাসীও তার কথা ফিরিয়ে নিয়েছেন। তিনি ৫ হাজার ডলার নাঈমকে দেবেন না। নাঈম রাজনীতির শিকার জানিয়ে ওমর ফারুক সামি ৫ হাজার ডলার দেবেন না এমন কথা সোমবার (১ এপ্রিল) ফেসবুকে ভাসতে থাকে। বিষয়টি খতিয়ে দেখতে নাঈমের সঙ্গে যোগাযোগ করেন গণমাধ্যমকর্মী ও কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে আমিরুল মোমিনিন মানিক শিশু নাঈমকে জিজ্ঞেস করেন, ‘তোমার মা কষ্ট করে সংসার চালাচ্ছেন, তোমার পড়াশোনার খরচ বহন করছেন, তোমার নিজেরই টাকা দরকার, তাহলে তুমি কেন সে টাকা নিজে না রেখে এতিমদের দিয়ে দিতে চাও? এটা কী তোমার মনের কথা?’ নাঈমের সোজাসাপ্টা জবাব, ‘না, এটা বলতে তারা শিখিয়ে দিয়েছিল।’ এরপর প্রশ্নকর্তা বলেন, ‘যিনি তোমাকে টাকা দিতে চেয়েছিলেন তিনি এখন বলেছেন আর টাকা দেবেন না। তুমি কী টাকাটা চাও?’ নাঈমের জবাব, ‘আমি ওই কথা না বুঝে বলেছি, আমি টাকা চাই, আমার পড়াশোনার জন্য টাকা চাই।’ একই প্রশ্ন করা হয় নাঈমের মাকে। তিনি বলেন, ‘নাঈম ছোট মানুষ, তাই না বুঝে এসব বলেছে। আমি গরীব মানুষ, টাকাটা আমারই দরকার। সে টাকা অন্যদের দিয়ে দিলে আমার নাঈমকে আমি কীভাবে মানুষ করব!’ /আরএ Comments SHARES সোশ্যাল মিডিয়া বিষয়: