বিয়ে করতে পাত্রী কেমন হওয়া চাই? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯ মাওলানা ইমরান হোসাইন পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পাত্রী কেমন ও তার মধ্যে কি ধরনের গুণাবলি থাকতে হয়, কতিপয় হাকিম এবং গবেষকদের লেখনি থেকে তার সারাংশ তুলে ধরলাম। পাত্রীর চারটি জিনিস কালো হতে হবে: ১) চুল ২) ভ্রু ৩) পালক ৪) চোখের মনি । চারটি জিনিস সাদা হতে হবে: ১) দাঁত ২) চোখ ৩) শরীর ৪) পায়ের নলা । চারটি জিনিস লাল হতে হবে: ১) জিহ্বা ২) ঠোট ৩) দাঁতের মাড়ি ৪) গাল । চারটি জিনিস গোল হতে হবে: ১) চেহারা ২) মাথা ৩) হাতের বাজু ৪) গোড়ালি । চারটি জিনিস লম্বা হতে হবে: ১) শরীর ২) আঙ্গুল ৩) ঘাড় ৪) চুল । চারটি জিনিস ছোট হতে হবে: ১) পায়ের পাতা ২) মুখ ৩) হাতলি ৪) স্তন । চারটি জিনিস বড় হতে হবে: ১) কমর ২) রান ৩) পা ৪) হাটু । চারটি জিনিস প্রশস্ত হতে হবে: ১) কপাল ২) সিনা ৩) চোখ ৪) দেহের রান । চারটি জিনিস পবিত্র হতে হবে: ১) নজর ২) পেট ৩) জবান ৪) হাত তথা আমানত । স্বামীর থেকে চারটি জিনিস বেশী থাকতে হবে: ১) সৌন্দর্য ২) তাকওয়া ৩) সবর ৪) ইছার তথা কষ্ট সহ্য করার ক্ষমতা । স্বামীর থেকে চারটি জিনিস কম থাকতে হবে: ১) বয়স ২) সম্পদ ৩) ইলম ৪) ফখর তথা গর্ব । চারটি জিনিস নরম হতে হবে: ১) মন ২) দেহ ৩) তবিয়ত ৪) সন্তানের প্রতি রহমশীল । চার বিষয়ে কঠোর হতে হবে: ১) দ্বীনদারি ২) পবিত্রতা ৩) আমানত ৪) পর্দা । আর মুজাদ্দাদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ:) বলেন, আখলাকের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি । আর তা হলো। স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবে: ১) স্বামীর অনুগত হতে হবে ২) স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে ৩) স্বামী যদি কোনো কসম করে তবে তাকে স্ত্রী তা হতে মুক্ত করে ৪) স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতিত্ব ঠিক রাখে । পক্ষান্তরে মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি। যেগুলো থেকে তাদের বেচে থাকা আবশ্যক: ১) বে-পর্দায় থাকা ২) সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া ৩) অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া ৪) এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা । তবে মনে রাখতে হবে উক্ত গুনাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে পাপাচার থেকে নিজেকে রক্ষা করে পবিত্র থাকার তওফিক দান করেন। /আরএ Comments SHARES ইসলাম বিষয়: