সোমবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোমবার (৯ এপ্রিল) সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা । রোববার রাত ১০টার দিকে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখে। পরে তাদের রাত ৮ টার দিকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এ সময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিককেও লাঠিপেটা করে পুলিশ। শাহবাগে বেলা আড়াইটায় হাজারো শিক্ষার্থী অবস্থান নেওয়ার পর থেকে ওই চৌরাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। সে সময় বিক্ষোভকারীরা জানান, সংসদে ঘোষণা না আসা পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। রাতে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে তিন শিক্ষার্থী আহত হয়। একজনের চোখে টিয়ারশেলের আঘাত লাগে। /এইচ Comments SHARES জাতীয় বিষয়: সোমবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা