বিনিয়োগ উন্নয়ন এবং নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮ একুশ ডেস্ক: বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদ। আজ রাত পৌনে ২টায় (রোববার রাত পৌনে ২টা) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সফরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ বিংশতম সম্মেলনে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন, কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্মেলন শেষে আগামী ২৭ অক্টোবর রাষ্ট্রপতি হামিদের দেশে ফেরার কথা রয়েছে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: