ফেসবুককর্মীরা জাকারবার্গের বিদায় চান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

ডেস্ক: ফেসবুক প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মীরা মার্ক জাকারবার্গকে বিদায় করার দাবি জানিয়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রির গোপন তৎপরতার অভিযোগ তুলে এ দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার মিখাইল লেবিউ।

ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রির জন্য ফেসবুকের গোপন কার্যক্রমের বিষয়ে ২৫০ পাতার এক নথি বুধবার রাতে প্রকাশ করেছেন বৃটিশ পার্লামেন্টের সদস্য ও সংসদের ‘ডিজিটাল, সাংস্কৃতিক, গণমাধ্যম ও খেলা বিষয়ক কমিটি’র চেয়ারম্যান ডানিয়েল কলিং। —খবর ডেইলি মেইলের

ফেসবুক তার ইউজারদের কল করা ও লিখিত বার্তা (টেক্সট) আদান-প্রদানের তথ্য বিক্রির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গোপন চুক্তি করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুকের সাবেক প্রডাক্ট ম্যানেজার মিখাইল লেবিউর ফাঁস করা তথ্যের ভিত্তিতে এ অভিযোগ করেছেন ডানিয়েল কলিং।

অন্যদিকে মিখাইল লেবিউ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘বাজফিড’কে দেয়া এক সাক্ষাৎকারেও ফেসবুকের এসব গোপন তথ্য ফাঁস করেছেন। ফেসবুক কীভাবে ব্যবহারকারীদের কল করা ও মেসেজ আদান-প্রদানের তথ্য বিক্রির পরিকল্পনা করেছে তা ওই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন মিখাইল লেবিউ।

মিখাইল বলেন, ফেসবুককর্মীরা এখন সুন্দর বা দারার মতো লোকের প্রত্যাশা করছে। সম্প্রতি আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ও ইন্টারনেট জায়ান্ট গুগলের নির্বাহী পদে পরিবর্তন হয়েছে। উবারের দায়িত্ব নিয়েছেন দারা খশরুশাহী ও গুগলের দায়িত্ব নিয়েছেন সুন্দর পিচাই।

মিখাইল বলেন, ফেসবুকের অনেক কর্মী এখন প্রতিষ্ঠানটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে। কিন্তু তারা গণমাধ্যমের কাছে এখনোব্দি মুখ খুলতে রাজি নন। তাদের বক্তব্য এসব সমস্যা নিরসনে নির্বাহী পদে পরিবর্তন জরুরী।

এর আগেও ফেসবুক ভুয়া নিউজ প্রচার ও তথ্য বিক্রির অভিযোগের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ‘অন্যালিটিকা’ নামক প্রতিষ্ঠানকে তথ্য দেয়ার অভিযোগ ওঠে। ওই অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন ডানিয়েল কলিং।

২৫০ পাতার যে নথি প্রকাশ কা হয়েছে সেখানে ফেসবুকের শীর্ষ কয়েকজন কর্মীর মেসেজ লেনদেন ও জাকারবার্গের সাথে চ্যাটিংয়ের তথ্য রয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মিডিয়া সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ‘নেটফ্লিক্স’ ও সেবামূলক প্রতিষ্ঠান ‘এআরবিএনবি’কে ব্যবহারকারীদের তথ্য দিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

/সিএইচ

Comments