কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিলেন ঢাবি উপাচার্য

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য আখতারুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) যান। তিনি ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডে আহতদের সাথে সাক্ষাত করে খোঁজ খবর নেন।

হাসপাতাল থেকে বেরিয়ে ড. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমি কর্তব্যরত চিকিৎসকদের বলেছি ভালোভাবে চিকিৎসা দিতে। গুরুতর আহত দুজনকে আগামীকাল কেবিনে নিতে বলেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, বাসভবনে হামলা-মামলার ব্যাপারে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনের পরেই কোটা সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

/আরএ

Comments