ফিলিস্তিনিকে গুলি করে ইসরাইলী সৈন্যদের উল্লাসের ভিডিও ভাইরাল; ব্যাপক সমালোচনা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

মারুফ মুনির: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে উল্লাস করছে ইসরাইলী সৈন্যরা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। খোদ ইসরাইলেও এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সোমবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, দুজন ইসরাইলী সৈন্য এক নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিককে গুলি করছে। গুলি করার পর লোকটি মাটিতে পড়ে যায়। এরপর এক সৈন্যকে উল্লাস করতে শোনা যায়। উল্লাসিত এক সৈন্য বলছিলো, ওয়াও – দারুণ ভিডিও, হ্যাঁ। কুকুরের বাচ্চা! কি দারুণ একটা ভিডিও!

ভিডিওটি দেখে ইসরায়েলি আরব এমপি আয়মান ওদেহ ব্যক্তিগত টুইটে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে বলেন, ‘মানুষের মনকে আতংকিত করা হচ্ছে। লোকটি নিরস্ত্র ছিলো, সে কাউকে হুমকিও দেয়নি অথচ তাকে হত্যা করে উল্লাস করা হচ্ছে’।

ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ইয়েহুদা গ্লিক বলেন, ভিডিওটি দেখা খুব কঠিন, এটা আমাদের বিচলিত ও মর্মাহত করে।

ভিডিওটি ইসরায়েলের চ্যানেল-টেন টেলিভিশনে প্রথম দেখানো হয়। এরপর এটি অনলাইনে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে তারা এটি তদন্ত করছে। তারা জানিয়েছে, ভিডিওটি ইসরাইল-গাজা সীমান্তে করা হয়েছে, এবং সম্ভবত এটি কয়েক মাস আগের ঘটনা।

সামরিক বাহিনী তদন্তের কথা বললেও মানবাধিকার গ্রুপ বিটিসেলেম বলেছে, সামরিক তদন্তের ওপর তাদের আস্থা খুব কম।

সুত্র: আল-জাজিরা, বিবিসি

/এমএম

Comments