ঐক্যফ্রন্ট বিজয়ী হলে সংখ্যাগরিষ্ঠরা প্রধানমন্ত্রী ঠিক করবে

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

একুশ ডেস্ক: ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন জানিয়েছেন, নির্বাচনে ঐক্যফ্রন্ট বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবে সংখ্যাগরিষ্ঠরা।

শুক্রবার প্রিন্ট মিডিয়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বিডিনিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌফিক ইমরাজ খালিদীর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা ছাড়াও অনলাইন পোর্টালের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

আরএ

Comments