আল্লাহ তায়ালা সবাইকে পথেঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করুন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮ আমাদের দেশের অধিকাংশ মানুষ অসহায়। তাই কঠিন বিষয়কে সহজে গ্রহণের একটা স্বভাবজাত প্রবণতা আমাদের মাঝে আছে। তবুও মাঝেমধ্যে কিছু বিষয় হৃদয়ে আলাদাভাবে নাড়া দেয়। এই যেমন : মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় রাজীব হোসেন নামে এক শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ছবি পত্রিকায় আসলো। কি ভয়াবহ চিত্র! জাস্ট কল্পনা করুন। দুই বাসের মধ্যখানে আটকে আছে একজন মানুষের হাত! রাজীব হোসেন ছেলেটি অত্যন্ত অসহায়। বাবা মা নেই। খালার বাসায় থেকে পড়াশুনা করতো। গত দুই বছর হলো যাত্রাবাড়ীর মিরাজিবাগে একটি মেসবাসায় ভাড়া থাকে। আহত রাজীব হোসেন তিতুমীর কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার ছোট ভাই মেহেদী হাসান (১৩) ও আব্দুল্লাহ (১১) দুজনই রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও এতিমখানায় পড়ে।’ বাবা মা মরা এই ছেলেটি ডিগ্রি পড়ার পাশাপাশি একটি কম্পিউটারের দোকানে কাজ করে নিজের খরচ চালাতো, ভাইদেরও সহায়তা করতো। হাতের অপারেশন শেষে জ্ঞান ফেরার পর থেকেই ছেলেটা বলছে, “আমার হাতটা এমন ভাঁজ করে রাখছো কেন? অনেক ব্যথা, হাতটা একটু টেনে দাও, একটু সোজা করে দাও। আমি বসতে চাই, একটু বসাও। হাতে অনেক ব্যথা করছে।” সে ঠেরই পায়নি, তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তায়ালা সবাইকে পথেঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করুন। লেখক:-ইবরাহীম কোব্বাদী,আবৃত্তিশিল্পী-উপস্হাপক ও সাংস্কৃতিক কর্মী Comments SHARES পাঠক প্রতিক্রিয়া বিষয়: আল্লাহ তায়ালা সবাইকে পথেঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করুন