মির্জাপুরে গ্রামীন জনপদকে আলোকিত করছে সৌর বিদ্যুৎ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

তুষার স্যানাল,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামীণ জনপদের প্রত্যন্ত এলাকার রাতের অন্ধকারের নির্জনতাকে দূরে ঠেলে দিয়েছে সৌর বিদ্যুৎতের আলোর ঝলকানি।

মির্জাপুরে গ্রামীণ জনপদের বাসিন্দারা আগে সন্ধ্যা হলেই ঘরমুখো হলেও এখন প্রত্যন্ত এলাকার জনপদে ঘর-বাড়িসহ হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়কের চিত্র সম্পূর্ণ বিপরীত। গ্রামীণ হাট-বাজার গুলোতে এখন আর স্পর্শ করেনা রাতের অন্ধকার।

মির্জাপুরে গ্রামীণ জনপদের প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যুৎতের আলোকচ্ছটা দেখলে এখন মনে হয় কোন আধুনিক শহরের প্রতিচ্ছবি। যা ছোট খাট শহরের আলোকচ্ছটা কেউ হার মানায়।

সৌর বিদ্যুৎতের আলোয় আলোকিত হওয়ায় সরকারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের সর্বস্তরের সাধারন জনগণ।

ডিজিটাল দেশ গঠনের লক্ষ্যে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের জীবনের সাথে গ্রামীন জীবনের সাধারন মানুষের জীবন যাত্রা মানের সমতা বজায় রাখতে নিয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামীণ জনপদের অন্ধকার দূর করতে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় চলছে সৌর বিদ্যুৎতায়ন।

সৌর বিদুৎতায়নের মধ্যে প্রত্যন্ত জনপদের বাড়িগুলোতে হোম সোলার ও কাঁচা-পাঁকা রাস্তাগুলোতে স্থাপন করা সোলার ষ্ট্রিটলাইট অন্ধকার দূরে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে আসছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, গ্রামীণ জনপদের হাটবাজার গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কের মোড় এমনকি ছোট বড় সেতুতেও স্থাপন করা হয়েছে স্ট্রিটলাইট বা সড়ক বাতি।

স্থাপন করা সৌর বিদ্যুতের সড়ক বাতি গুলোর মধ্যে মির্জাপুর পৌরসভায় ১২৮টি, মহেড়া ইউনিয়নে ৩৫টি, জামুর্কী ইউনিয়নে ৩১টি, ফতেপুর ইউনিয়নে ১৮টি, বানাইল ইউনিয়নে ২৩টি, আনাইতারা ইউনিয়নে ৪২টি, উয়ার্শী ইউনিয়নে ৪৭টি, ভাতগ্রাম ইউনিয়নে ১৯টি।

এছাড়াও বহুরিয়া ইউনিয়নে ২১টি, গোড়াই ইউনিয়নে ৭১টি, আজগানা ইউনিয়নে ৪১টি, তরফপুর ইউনিয়নে ৩২টি, বাঁশতৈল ইউনিয়নে ৩৩টি, লতিফপুর ইউনিয়নে ৫৮টি ও ভাওড়া ইউনিয়নে ৩৬টিসহ মোট ৬৯২টি সড়ক বাতি স্থাপন করা হয়েছে।

/আরএ

Comments