ফ্রানগ্লোবাল ৫০টি ব্র্যান্ড বাংলাদেশে আনতে চায় শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী পরামর্শক প্রতিষ্ঠান আগামী দুই বছরে ৫০টির বেশি বিদেশি ব্র্যান্ডকে বাংলাদেশে আনার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে । শনিবার ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত ‘ফ্রাঞ্চাইজি বাংলাদেশ’ এক্সপোতে বক্তব্যে ফ্রাঞ্চাইজিং সলিউশন কোম্পানিটির চেয়ারম্যান গৌরব মারিয়া বলেছেন, এক্সপোতে শিক্ষা, খাদ্য ও বেভারেজ, রিটেইল, ফ্যাশন ও লাইফস্টাইলসহ বিভিন্ন উন্নত ব্র্যান্ড আমাদের কালেকশনে আছে। এসব ব্র্যান্ড এলে বাংলাদেশে অন্তত তিন কোটি ৯০ লাখ ডলারের বিনিয়োগ হবে, যাতে আড়াই হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ‘ফ্রাঞ্চাইজি বাংলাদেশ’ এক্সপোতে শিক্ষা, খাদ্য ও বেভারেজ, রিটেইল, ফ্যাশন ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। এ কোম্পানিটি স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির অংশীদারিত্ব তৈরি করে কোনো দেশের বাজারে প্রবেশ এবং ওই বাজার সম্প্রসারণে ভূমিকা রাখে। বাংলাদেশের ব্যবসায়ীক অবস্থা দেখে গৌরব বলেন, বাংলাদেশে প্রবেশে এটাই তাদের উপযুক্ত সময়।“পি ডব্লিউ সির মতে, ২০৩০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল তিনটি অর্থনীতির একটি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এদেশে হাজার হাজার ব্যবসা রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় বহুজাতিক কোম্পানিগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। “এদিকে বাংলাদেশি অনেক ব্র্যান্ড রয়েছে, যারা বিদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায় এবং বৈশ্বিক ফ্রাঞ্চাইজির পরিকল্পনা করছে। বিদেশি ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশে খুবই ভালো করছে। তাই আমরা মনে করি, বাংলাদেশের বাজারে ফ্রানগ্লোবালের প্রবেশের এটাই উপযুক্ত সময় এবং এ বিষয়ে আমরাও সমানভাবে ইতিবাচক। গৌরব আরো বলেন, “এটা মাত্র শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে।” Comments SHARES অর্থ-বাণিজ্য বিষয়: এশিয়াডলারেফ্যাশনফ্রাঞ্চাইজি বাংলাদেশফ্রানগ্লোবালবাজারব্র্যান্ডলাইফস্টাইলসিঙ্গাপুর