ফটিকছড়িতে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮

এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি, চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম রাহাত (১৩)।

আজ (২৩ নভেম্বর) সকাল ১০ দশটায় ভূজপুর থানাধীন দাঁতমারা বাজরের সংলগ্ন গ্রামীণ টাওয়ারের উত্তর পাশ থেকে রাহাতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহাত দাঁতমারা ইউপির বালু খালি এলাকার আব্দুস সামাদের ছেলে। সে বাবার সাথে স্থানীয় বাজারে চায়ের দোকানে কাজ করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার তদন্ত অফিসার মুহাম্মদ হেলাল উদ্দীন জানান, আজ সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলেছেন পুলিশের এই কর্মকর্তা।

/আরএ

Comments