পৃথিবীর সবচে লম্বা মানুষ জিন্নাত আলীর বাড়িতে রামু উপজেলা প্রশাসন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

মোঃসাইদুজ্জামান সাঈদ, রামু: গিনেস বুকে নাম না উঠলেও পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামুর গর্জনিয়ার বড়বিলের জিন্নাত আলী (১৯)। তিনি সম্প্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

জিন্নাত আলীর শরীরে নানা রোগে বাসা বেধেঁ বসেছে।দরিদ্রতার কারনে কখনো খেয়ে কখনো না খেয়ে মানবেতর জীবনযাপন করছিল জিন্নাত আলী।

মমতাময়ী মা শেখ হাসিনা জিন্নাত আলীর সুচিকিৎসার দায়িত্ব নিলেন। সাথে ৫ লাখ টাকা ও একটি বাড়ী নির্মান করে দেওয়ার ঘোষনা দেন।

প্রধানমন্ত্রীর ঘোষনার সাথে সাথে কক্সবাজার জেলা প্রশাসন তৎপর হয়ে উঠেন। জেলা প্রশাসকের নির্দেশে ২৫ অক্টোবর রামু উপজেলা প্রশাসনের একটি টিম পৃথিবীর দীর্ঘ মানব জিন্নাত আলীর গ্রামের বসতভিটা পরিদর্শন করেন।

পরিদর্শন টীমের সদস্য গর্জনিয়া ইউনিয়ন( ভুমি)সহকারি কর্মকর্তা মোহাম্মদ শাহেদ জানান, ২৫ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশক্রমে রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের আদেশক্রমে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গর্জনিয়াস্হ বড়বিল গ্রামের পৃথিবীর দীর্ঘ মানব জিন্নাত আলীর বসতভিটা পরিদর্শন করে ভিটার জমি পরিমাপ ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে পূর্ণঙ্গ একটি প্রতিবেদন রামু উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়া হয়।

স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও গর্জনিয়া ইউনিয়ন মহিলা আওয়ামিলীগের সভানেত্রী হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে পৃথিবীর দীর্ঘতম মানুষ গর্জনিয়ার বড়বিলের জিন্নাত আলী তার গ্রামে অর্ধাহারে-অনাহারে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছে।

এ বিষয়ে কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল অবগত হয়ে মমতাময়ী মা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে সুচিকিৎসা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সাক্ষাৎ করলে মাননীয় প্রধানমন্ত্রী সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা ও বাড়ী নির্মান করে দেওয়ার ঘোষনার ৪৮ ঘন্টা ব্যবধানে কক্সবাজার জেলা প্রশাসন ও রামু উপজেলা প্রশাসন বাড়ী নির্মানে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করায় বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে গর্জনিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম জানান, পৃথিবীর দীর্ঘ মানুষটির সুচিকিৎসার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেওয়ায় গর্জনিয়ার জনগন অত্যন্ত আনন্দিত। তিনি জিন্নাত আলীর পাশে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্ববাসী কে এগিয়ে এসে পৃথিবীর দীর্ঘ মানুষটি কে বাচিঁয়ে রাখার আহবান জানান।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জানান, জেলা প্রশাসকের নির্দেশে রামু উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে রামু উপজেলা ভুমি কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা গতকাল ২৫ অক্টোবর পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলীর বসতভিটা পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট কাগজপত্র রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফর রহমান জানান, খুব শীঘ্রই জিন্নাত আলীর বসতবাড়ি নির্মানের কাজ শুরু হবে ।

/আরএ

Comments