জেলার পুলিশ সুপার মইনুল হক জানান, সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে বেলা ২টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
ঢাকা মেডিকেলে যে চারজনের লাশ রয়েছে, তাদের মধ্যে শুভ সাহা নামের ১৬ বছর বয়সী এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। শুভ চাঁদপুরের হাজীগঞ্জের গোপাল সাহার ছেলে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে হাসান (২০), ফরহাদ হোসেন (২৮), আশিকুর রহমান (২৫), রাজু (২২), কালাম মিয়া ও মিজান নামে ৮ বছর বয়সী এক বালক রয়েছে।
এছাড়া পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরিহিত আনুমানিক ৬০ বছর বয়সী এক পুরুষ, আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবক এবং হাফ গেঞ্জি ও হলুদ প্যান্ট পরিহিত আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের পরিচয় এখনও জানা যায়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাদের লাশ রাখা হয়েছে, তাদের পরিচয়ও পুলিশ জানাতে পারেনি।