সিলেটে প্রার্থী ঘোষণা করলো জমিয়ত

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

একুশ ডেক্স: সিলেটের ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে ২০ দলীয় জোটভূক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গতকাল শনিবার জমিয়তে বিভাগীয় কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর উপস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সিলেট বিভাগের ১৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পরিচয় করে দেন দলের সহ-সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সভায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাওলানা খলিলুর রহমান এর।

এছাড়া উনিশ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থীরা ঘোষণা দেয়া হয়। এরা হলেন, সিলেট-১ আসনে মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, সিলেট-২ আসনে হাফিজ হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে হাজী শামসুদ্দিন। সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,

সুনামগঞ্জ-৪ আসনে প্রিন্সিপাল মাওলানা আবদুল বছীর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা শায়খ আবদুল হান্নান। হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুর রব ইউসুফী, হবিগঞ্জ-৩ আসনে হাফিজ মাওলানা তাফহিমুল হক, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা নূরুজ্জামান। মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে মাওলানা আবদুল জব্বার, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরে আলম হামিদী।

সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দেীসহ সিলেট বিভাগের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Comments