সিনহার বই প্রকাশে মদদদাতাদের তথ্য আমার কাছে রয়েছে: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ডেস্ক: সাবেক বিচারপতি এস কে সিনহার বই প্রকাশে দেশের সাংবাদিক, আইনজীবী ও পত্রিকার মালিকদের মদদ দেওয়ার তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আপনারা একটু খুঁজে বের করেন না, বইটা লেখার পেছনে কার হাত আছে? এই বইটার পাণ্ডুলিপি কতবার বাংলাদেশে গেছে? কার কাছে গেছে বা তিনি যে লঞ্চটা করবেন; এই লঞ্চিংয়ের টাকা-পয়সা খরচটা কে দিচ্ছে?। নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কেউ দিচ্ছে কিনা বা আপনাদের মতো কোনো সাংবাদিকরা এর পেছনে আছে কিনা? কোনো সংবাদপত্র আছে কিনা বা তারা কতটুকু সাহায্যপত্র দিচ্ছে? আমাদের কোনো আইনজীবী এর স্ক্রিপ্ট দেখে দিচ্ছে কিনা? কোনও পত্রিকা বা পত্রিকার মালিকরা তাকে এই মদদটা দিচ্ছে? স্ক্রিপ্টটা লেখার ব্যাপারে কোনও সাংবাদিক, কোনও পত্রিকার, কে এটা সাহায্য করছে? এই প্রশ্নগুলো করে প্রধানমন্ত্রী বলেন, একটু খুঁজে বের করেন। আমি জানি, আমি তো বলবো না আপনাদের। আপনারা খুঁজে বের করেন; সেটা চাই। এ ছাড়াও নিউ জার্সিতে সিনহার বাড়ি প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অ্যামেরিকায় বাড়ি কেনা তো খুব একটা কঠিন ব্যাপার না। বরং বাংলাদেশেই এখন কঠিন। বাংলাদেশই দাম বেশি। এখানে তো একটা ডিপোজিট দিলেই বাড়ির মালিক হওয়া যায়। কে কীভাবে কিনল; সেটা খুঁজে বের করে তথ্য দেন, সেটার ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে গত ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান এস কে সিনহা। এর এক বছরের মাথায় বিদেশে বসে তিনি বই লিখে নতুন করে আলোচনায় আসেন। বইতে তিনি লিখেন, ২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক এক রায় দেওয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগ করতে এবং নির্বাসনে যেতে বাধ্য করে। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: সিনহার বই প্রকাশে মদদদাতাদের তথ্য আমার কাছে রয়েছে: প্রধানমন্ত্রী