শর্শায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত গৃহবধূ

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮

একুশনিউজ২৪: যশোরের শর্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক গৃহবধূ। রোববার রাত ৮টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (১৪) ওই বাড়ির ভাড়াটিয়া আলতাফ হোসেনের ছেলে। আর আহত ময়না খাতুন (৩১) বাড়ির মালিক আরজু রহমানের স্ত্রী।

আরজু রহমান জানান, বাড়ির ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় আরিফ। কাঠের সাহায্যে আরিফকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ময়না নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের ডাক্তার এবিএম রনি বলেন, হাসপাতালে আনার আগেই আরিফের মৃত্যু হয়। আহত ময়নার চিকিৎসা চলছে।

/এমএম

Comments