ভোটাধিকার ফিরিয়ে দিতে যুব সমাজ ঐক্যবদ্ধ -ইসলামী যুব আন্দোলন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন,ইসলামী যুব আন্দোলন সাধারণ যুবকদের মাঝে সত্য,সুন্দর ও ন্যায়ের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে।
জাতির বিবেক সাংবাদিকরাই বিভিন্ন আন্দোলন সংগ্রামের গতিকে আরো বাড়াতে অগ্রগামী ভূমিকা পালন করেছে, তাই ইসলামী যুব আন্দোলন-এর আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে সাংবাদিকদের সাহায্য প্রয়োজন।

আজ ২৯ অক্টোবর’১৮ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনস্থ ওয়েস্টন রেস্টুরেন্ট-এ ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় নেতৃবিন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় প্রোগ্রামে সভাপতির বক্তেব্যে কেন্দ্রীয় সভাপতি উপরোক্ত কথা বলেন।

সভাপতি তার বক্তেব্যে আরো বলেন,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতদের রুখে দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যুব সমাজ ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ইসলমী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াছ হাসান, উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমুখ।

Comments