ভোট দিন বুঝে-শুনে: রাষ্ট্রপতি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ একাদশ সংসদ নির্বাচনের আগে নিজের এলাকা কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, “কোথায় ভোট দিলে আপনাদের উন্নতি হবে, কল্যাণ হবে, সেটা বুঝে-শুনেই ভোট দেবেন। যাদের কথা ও কাজে মিল রয়েছে, তাদের ভোট দেবেন। এমন সরকারকে নির্বাচিত করতে হবে, যারা দেশের উন্নয়ন চায়, অগ্রগতি চায়।” সোমবার বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম খেলার মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন আবদুল হামিদ। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয় স্থানীয়রা। ভোটারদের সচেতন হতে পরামর্শ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য, স্পিকারের পদ পেরিয়ে রাষ্ট্রপতির আসনে আসীন আবদুল হামিদ। তিনি বলেন, “সকল রাজনৈতিক দল থেকে সৎ, চরিত্রবান ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিৎ। অসৎ ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের কোনো উন্নয়ন হবে না। “যারা টিআর-কাবিখার টাকা, গম, চাল মেরে খায়; সে যদি আমার ছেলেও হয়, তাদের ভোট দেবেন না।” রাষ্ট্রপতি একথা বলার সময় তার ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকও অনুষ্ঠানে ছিলেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন আবদুল হামিদ। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এখন ছেলে তৌফিক ওই আসনে আওয়ামী লীগ থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ। অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনও উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন, অষ্টগ্রাম-মিঠামইন সড়কসহ আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বিকালে সংবর্ধনা অনুষ্ঠানের পর সন্ধ্যায় তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে’ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। Comments SHARES জাতীয় বিষয়: ভোট দিন বুঝে-শুনে: রাষ্ট্রপতি