বোরকা নিষিদ্ধ হল সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনে

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের দ্বিতীয় অঞ্চল হিসেবে সেন্ট গ্যালেনে বোরকা পরা নিষিদ্ধ হয়েছে। গত রোববা অনুষ্ঠিত এক গণভোটে ৬৭ শতাংশ ভোটাররা বোরকা  নিষিদ্ধের পক্ষে ভোট দেয়। খবর দ্য টাইমস অব ইসরাইল।

খবরে বলা হয়, গত বছর সেন্ট গ্যালেন পার্লামেন্টে পাস হওয়া একটি আইন অনুসারে স্থানীয় গ্রিন পার্টি এবং তরুণ সমাজতন্ত্রপন্থিরা এই গণভোটের দাবি করে।

এই আইনে বলা হয়, যদি কেউ প্রকাশ্যে মুখ ঢেকে নিজেকে অচেনা করে রাখে এবং তা জননিরাপত্তা, সামাজিক ও ধর্মীয় শান্তির জন্য বিপজ্জনক হয়, তবে তাকে জরিমানা করা হবে।

এর আগে দুই বছর পূর্বে দেশটির টিসিনো অঞ্চলে বোরকা পরা নিষিদ্ধ হয়। এটিকে ‘ইসলামোফোবিক’ বলে অভিহিত করেছে স্থানীয় একটি ইসলামি সংস্থা দ্য ইসলামিক সেন্ট্রাল কাউন্সিল অব সুইজারল্যান্ড।

এদিকে এ বছর সুইজারল্যান্ডের জুরিখ, সোলোথার্ন ও গ্ল্যারাস প্রকাশ্যে বোরকা নিষিদ্ধের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

Comments