তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব কেশব গোখেল

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

স্টাফ রিপোর্টার: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখেল। রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান তিনি।

আগামীকাল সোমবার বিকেলে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ভারত সর্ম্পক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিবেন কেশব গোখেল।

কেশব গোখেলের এই সফরকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক সমীকরণে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তার এই ঢাকা সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কূটনৈতক মহল।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে বৈঠকে বসবেন বিজয় কেশব। তিস্তার পানিবন্টনসহ দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে দুই সচিবের মধ্যে আলোচনার কথা রয়েছে। এছাড়াও এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

/আরএ

Comments