চীনে মুসলিম নির্যাতন, সমাধান খুঁজতে বিশ্ব নেতাদের প্রতি যুব আন্দোলনের আহ্বান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১০, ২০১৯ ডেস্ক: চীনে মুসলিমদের উপর নির্যাতন বিশ্বমানবতাকে প্রশ্নববিদ্ধ করছে উল্লেখ করে অনতিবিলম্বে বিশ্ব নেতাদের এ বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করতে আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। আজ (১০মে) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের উত্তর গেইটে চীনের মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও রোজা রাখতে বাধা দেয়ার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুর উন – নাবীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, চীনের মুসলিমদের উপর যেভাবে অমানবিক নির্যাতন ও হামলা হচ্ছে তা কোনোভাবে মেনে নেয়া যায়না। মুসলমানরা ঐ অঞ্চলে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তারপরও তাদের ধর্মীয় স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ এবং নারী ও শিশুদের উপর নির্যাতন বিশ্বমানবতাকে প্রশ্নববিদ্ধ করছে। তাই অনতিবিলম্বে বিশ্ব নেতাদের এ বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তিনি বলেন, সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত হবে আর জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করবে এমন জাতিসংঘ বিশ্বমানবতার জন্য অভিশাপ। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ বাংলাদেশ সরকারকে কার্যকরী ভূমিকা পালন করার আহবান জানান। বিক্ষোভ পুর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এস এম আজিজুল হক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস হাসান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহববুবুল আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুস্তাকিম বিল্লাহ, যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: চীনে মুসলিম নির্যাতনবিশ্ব নেতাযুব আন্দোলন