খুলননায় সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএ ও প্রেসক্লাবের আলোচনা সভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮ শেখ মুহা. নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আগামীর তিলোত্তমা নগরী হবে খুলনা। নগরীর যানচলাচলে বসবে আধুনিক সিগন্যাল লাইট। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনতে চায় সরকার। নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের কোন ঘাটতি হবে না। মঙ্গলবার (৪ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় কর্যালয় ও খুলনা প্রেসক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় তালুকদার আব্দুল খালেক বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। তবুও বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে অনীহার কারণেই এসব সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দেশে বৈধ যানের চেয়ে অবৈধ যানের সংখ্যা বেশি। অবৈধ যানের প্রশিক্ষণবিহীন চালকরা সড়ক দুর্ঘটনার জন্য বেশি দায়ী বলে দেখা যায়। কেবল চালক নয়, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতন উদ্যোগ ও তার প্রকৃত বাস্তবায়নের মাধ্যমেই তিলোত্তমা খুলনা গড়ে তোলা সম্ভব। খুলনা প্রেসক্লাবে সভাপতি ফারুক আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার ট্রফিক পুলিশের ডেপুটি কমিশনার মোঃ সাইফুল হক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিআরটিএ এর উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম ও এস এম হাবিব, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদস্য এইচ এম আলাউদ্দিন, মোটরযান মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা বিভাগীয় শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রহিম বক্স দুদু, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম বেবী এবং নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ। এ সময়ে খুলনা সিটি কর্পোরেশন, জেলা তথ্য অফিস, খুলনায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, খুলনা চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাস্ট্রি, কুয়েট এর যন্ত্রকৌশল বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরটি ডিসিপ্লিন বিভাগ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটসহ খুলনার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, খুলনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, খুলনা মটর বাস মালিক সমিতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, খুলনা ট্রাক ট্যাংলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্যাংলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, খুলনা জেলা বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: খুলননায় সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএ ও প্রেসক্লাবের আলোচনা সভা