খালেদা জিয়ার মামলার রায়ের কপি পাওয়া যাবে আজ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

স্টাফ রিপোর্টার: আজ বিকেলে পাওয়া যাবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবি এডভোকেট সানাউল্লাহ মিয়া।

তিনি জানান, খালেদা জিয়ার রায়ের কপির কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি, বিকেল ৪টা নাগাদ রায়ের কপি পাওয়া যাবে।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, দুপুরের পরে রায়ের জন্য আমরা আদালতে যাব। আশা করছি, আজকেই রায়ের কপি পাবো।

অবশ্য এর আগে গতকাল তিনি জানিয়েছিলেন আদালত থেকে রায়ের কপি সরবরাহ করার কথা জানানো হয়েছিলো। গতকালকে তিনি বলেছিলেন, আজকে তাদের আদালতে যেতে হবে না, আদালতই রায়ের কপি সরবরাহ করবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

এমএম

Comments