আপিল শুনানি শেষ; রায় কাল

প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য  করেন। সকাল ৯টা ৪০ মিনিটে আবেদনের ওপর শুনানি শুরু হয়। ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিরতি দিয়ে দুপুর ১২টা পর্যন্ত শুনানি চলে।

আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম, খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী শুনানি করেন।

উল্লেখ্য, গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করে দেয়। একইসঙ্গে ওইদিন লিভ টু আপিলের ওপর শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেছিলো আদালত।

এরপর ১৫ মার্চ ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আগামীকাল সোমবার রায় ঘোষণার দিন ধার্য  করেন।

/আরএ

Comments