মুক্তাগাছায় ভেজাল বিরোধী অভিযান, ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার জরিমানা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯ আশরাফুল ফরাজী, মুক্তাগাছা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে মুক্তাগাছায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়েছে । ১৫ মে বুধবার দুপুরে ময়মনসিংহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের পুরো অভিযানটি পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন বিএসটিআই এর পরিদর্শক জয়দেব রাজবংশী ও উপ-সহকারী প্রকৌশলী নাছির আহমেদ এবং সার্বিক সহায়তায় ছিলেন মুক্তাগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল হাই। এ সময় উপজেলার পৌরশহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মসলা প্রক্রিয়াকরণের অপরাধে আকন্দ মসলা মিলকে ৫,০০০ টাকা ও আকন্দ ওয়েল মিলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নষ্ট খেজুর বিক্রয়ের অপরাধে রেজুন গুড়ের আড়ঁত ও ভাই ভাই গুড়ের আড়ঁতকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ কেজি খাবার অনুপযোগী নষ্ট খেজুর ধ্বংস করা হয়। সার্বিক সহায়তায় থাকা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হাই জরিমানার বিষয়টি “একুশ নিউজ” কে নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। Comments SHARES সারাদেশ বিষয়: মুক্তাগাছায় ভেজাল বিরোধী অভিযান