ট্রেন দুর্ঘটনায় দায়ী কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী যুব আন্দোলন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯ নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যাত্রী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন। আজ ২৪ জুলাই’১৯ (সোমবার) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের অব্যাবস্থাপনার কারণে দেশে এমন ভয়াবহ দুর্ঘটনা হয় তাই সরকার এসবের দায় এড়াতে পারে না। বিশ্বের অন্যান্য দেশে রেল বিভাগ লাভ জনক হলেও আমরা প্রতি বছর এই খাতে লস দিয়ে যাচ্ছি, এমন কি রেলের কালো বিড়াল ধরতে গিয়ে মন্ত্রী- কর্মকর্তাদের কালো বিড়াল হয়ে বের হতে হয়। তাই এই বিভাগকে স্বচ্ছ করতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। বিবৃতিতে তারা কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় দায়ী কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা ও নিহত আহতদের ক্ষতিপুরণ দেয়ার দাবী জানান। বিবৃতিতে নেতৃদ্বয় ট্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: ইসলামী যুব আন্দোলন