রাজশাহীর চারঘাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত; ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রাজশাহী ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সাত ঘণ্টা পর লাইনচ্যুত হওয়ার বগিটি উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রিলিফ ট্রেনটি লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিটি টেনে উপরে তোলা হয়। পরে ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যায়। এর পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেন্ডেন্ট গোলাম মোস্তফা জানান, শনিবার রাত তিনটার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবাহী একটি ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। সকালে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: