সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯ আশরাফুল ফরাজী, মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় বাবর-রাবেয়া নগর আইটি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রাম কৃষ্ণ মল্লিকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের তালতলা নামক দূর্ঘটনাস্থলে মানববন্ধনটি করেছে বাবর-রাবেয়া নগর আইটি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনটি দুপুর একটায় শুরু হয় এবং দীর্ঘ মানব দেয়াল সৃষ্টির মাধ্যমে দুপুর দেড়টায় সমাপ্ত ঘোষণা করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবর-রাবেয়া নগর আইটি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার প্রায় আট শতাধিক মানুষ। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া প্রতিটি সদস্য কালো ব্যাচ ধারন করেন এবং সদস্যদের হাতে রাখেন সড়ক দূর্ঘটনা বিরোধী একাধিক ব্যানার। মানববন্ধনে বক্তার নিরাপদ সড়কের দাবি করেন এবং মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাম কৃষ্ণ মল্লিক এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য ২৩মে বৃহঃবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন nসড়ক দূর্ঘটনায় রাম কৃষ্ণ মল্লিক নামের এক ছাত্র নিহত হয়। নিহত রাম কৃষ্ণ মল্লিক বাবর রাবেয়া নগর আইটি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: মুক্তাগাছায় মানববন্ধন