বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন ভ্রমন অনিশ্চিত হাজারো পর্যটকের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ একুশ নিউজ: হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে হাজারো পর্যটকের সেন্টমার্টিন ভ্রমন অনিশ্চিত হয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ৭টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া হাজারো পর্যটক নিয়ে ৭টি জাহাজ নাফ নদীর মোহনায় শাহপরীরদ্বীপ ঘোলার চর এলাকায় অপেক্ষামান রয়েছে। এতে পর্যটকদের সেন্টমার্টিন যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পর্যটকরা সকলেই ভাল আছে।আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। হয়ত অল্পক্ষণের মধ্যেই আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানা গেছে। পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের ব্যবস্থাপক মোঃ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সেন্টমার্টিনগামী বে-ক্রুজ জাহাজের পরিচালক আবুল কালাম জানান, প্রতিদিনের ন্যায় পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা করি। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় ঘাটের কিছুদূর গিয়ে জাহাজ নোঙ্গর করে রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা করব। দুপুরের মধ্যে বাতাসের গতিবেগ না কমলে পর্যটকদের ঘাটে এনে নামিয়ে দেব। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়জুল ইসলাম মন্ডল জানান, হঠাৎ বঙ্গোপসাগারে প্রচন্ড বাসাতের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় পর্যটকবাহী সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজগুলোকে সেন্টমার্টিন না যেতে নিষেধ করা হয়েছে। পুনরায় ঘাটে এসে পর্যটকদের নামিয়ে দেওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষকে বলে দেয়া হয়েছে। এ ব্যপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, বৈরী আবহাওয়ায় সাগরে প্রচন্ড বাতাসের কারণে সেন্টমার্টিনগামী জাহাজগুলোকে ফেরত আসতে বলা হয়েছে। /সিএইচ Comments SHARES ভ্রমণ বিষয়: