পাংশায় বৈশাখী মেলায় ‘বৈশাখী কবিতা’ বই এর মোড়ক উন্মেচন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯ পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা: পাংশায় বাংলা নববর্ষ ১৪২৬ উদয়াপন উপলক্ষে ৪ দিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করে পাংশা উপজেলা পরিষদ ও পাংশা শিল্পকলা একাডেমি। এ উপলক্ষ্যে পাংশা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পাংশা টেম্পু ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাংশা উপজেলা পরিষদ চত্তরে এসে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। পাংশা উপজেলা পরিষদ চত্তরে পান্তা ইলিশ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারদিন ব্যাপী মেলার আয়োজন করেছে উপজেলা কর্তৃপক্ষ। বৈশাখের প্রথম দিনে উপজেলা শিল্পকলা একাডেমিতে ‘বৈশাখী কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ডাঃ ধীরেন্দনাথ বিশ্বাস এর কবতিার বই ‘বৈশাখী কবিতা ’ সম্পাদনা করেছেন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন মল্লিক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বাবু উত্তম কুমার কুন্ডু। অন্যান দের মধ্যে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ আব্দুল মান্নান, অধ্যাপক আবুল হোসেন মল্লিক ও ডাঃ ধীরেন্দনাথ বিশ্বাস , কবি ফিরোজ হায়দার লেখক ও কবি সেখ আব্দুর সবুর, কবি আবু হাসেম, কবি মোল্লা মাজেদ, কবি জালাল উদ্দিন সহ পাংশার বিশিষ্ট কবি ও লেখক গণ। এছাড়াও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রেমটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল হুদা সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: