জীবননগরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

ঐশ্বর্য সাহা,জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানার মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ৩২ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল রাত ১১টার সময় তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী, জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২০)।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি সঙ্গীয় ফোর্স সীমান্ত ইউপি কার্যালয়ের পাশের সড়কে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

Comments