থানায় দলবদ্ধ ধর্ষণ: ওসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

খুলনা জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে দলবদ্ধ ধর্ষণ মামলার আবেদন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্ষণের শিকার ওই নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। দুপুরে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

এর আগে দরবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী আদালতের নির্দেশে গত ১০ আগস্ট রাতে বাদী হয়ে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

ধর্ষণের অভিযোগকারী ওই নারী জানান, গত ২ আগস্ট রাতে তিন সন্তানের মা এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য ধর্ষণ ও মারধর করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন।

গত ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠানসহ এসআই নাজমুল হককে ক্লোজড করা হয়।

Comments